• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিএসজি ছাড়ার গুঞ্জন, কোথায় যাচ্ছেন এমবাপ্পে?  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৪:২৯ পিএম
পিএসজি ছাড়ার গুঞ্জন, কোথায় যাচ্ছেন এমবাপ্পে?  

বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন নয়। গত মৌসুমের মত♑ো এই মৌসুমেও এমবাপ্পের ক্লাব ছাড়ার খবর বাতাসে ভাসছে। লিওনেল মেসির পিএসজিতে আসার পর থেকে এ খবর আরও জোরালো হচ্ছে। ২২ বছর বয়সী এ তরুণ ফুটবলার নাকি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমন খবর শোনা যাচ্ছে। 

ইতালির সংবাদ𒁃মাধ্যম লা গ্যাজেত্তা ডেলো স্পোর্ট জানিয়েছে যে, পিএসজির হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর না করার কারণে ক্লাবের সমর্থকেরা নতুন মৌসুমে দলের উপস্থাপনার সময় শিস দিয়েছেন এমবাপ্পেকে। এজন্য আগামী কয়েকদিনের মধ্যে এমবাপ্পে তার ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙবেন।

রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে পেতে প্রস্তুতি নিচ্ছে। ﷽শোনা যাচ্ছে মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তরুণ ফরোয়ার্ডকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে। 

এমবাপ্পের সঙ্গে চুক্তির বর্তমান পরিস্থিতি- 

১) এমবাপ্পে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন না

এমবাপ্পে এ বিষয়ে প্রকাশ্যে এখনো কিছু বলেননি। কিন্তু পিএসজির সভাপতি নাসের আল-﷽খেলাইফি এবং কোচ মরিসিও পচেত্তিনো দুজনেই জানেন যে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর কোন ইচ🦩্ছা নেই। ২০২২ সালের ৩০ জুন শেষ হবে এমবাপ্পের চুক্তি।

ক্লাব নেইমারের সমান বেতনের সঙ্গ🐬ে ছয় বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু এমবাপ্পে তা প্রত্যাখ্যান করেছেন।

কারও ছায়ায় না থেকে নিজে আলো ছড়াবেন বলে রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। পিএসজিও তাকে ছাড়তে চায় না। তবে ক্লাবের কেউ কেউ নাকি পরামর্শ দিচ্ছেন যে আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে যাওয়ার চেয়ে এই মৌসুমে ন💙গদ টাকায় বিক্রি করে দিতে। 

২) খেলোয়াড়ের উপর সর্বোচ্চ চাপ

পিএসজি থেকে এমবাপ্পের ꦿউপর চাওয়া অনেক বেশি, কারণ তারা সবসময় পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকতে চায়। 

পিএসজি খেলোয়াড়রা তাকে থাকতে রাজি করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। নেইমার দীর্ঘদিন ধরে তাকে প্যারিসে রাখার জন্য কাজ ক🃏রছেন। ক্লাবﷺের নতুন খেলোয়াড় সার্জিও রামোস এবং মেসিও তাকে দলে থাকার কথা বলেছেন। 

নতুন চুক্তিতে না স্বাক্ষর করলে ক্লাবে নাকি এই মৌসুম বে🌺ঞ্চে বসেই কাটাতে হবে এমন খবর শোনা যাচ্ছে। 

৩) রিয়াল মাদ্র♔িদ প্রস্তাব দেওয়ার জন্য অপ🐽েক্ষা করছে

এই গ্রীষ্মে এমবাপ্পের আসার সঠিক সময়ের জন্য অপেক্ষা করছ♓ে রিয়াল মাদ্রিদ। তারা বিশ্বাস করছে যে তারা একটি প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত এবং তারা আর্থিকভাবে একটি উপযুক্ত চুক্তি করতে পারবে। 

পিএসজির সঙ্গে চুক꧅্তি না হওয়া পর্যন্ত লস ব্লাঙ্কোসরা অপেক্ষা করছে। আগামী ১৪ দিনের মধ্যেই দেখা যাবে🐻 যে এমবাপ্পে কোথায় খেলবেন। 

Link copied!